ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় তিন ঘন্টা ফ্লাইট উঠানামা করতে পারেনি। রোববার (১৩অক্টোবর) সকালে যথা সময়ে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে আসা দুইটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আবারও ঢাকা ফিরে গেছে। এতে করে সৈয়দপুর বিমানবন্দরে ওই দুইটি ফ্লাইটের শতাধিক যাত্রী আটকে পড়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দিবাগত ভোর রাত থেকে ঘন কুয়াশা ঝরতে থাকে। ফলে রোববার সকালে ঘন কুয়াশায় আচ্ছ্বাদিত হয়ে পড়ে সৈয়দপুর বিমানবন্দরের পুরো রানওয়ে। ফলে রানওয়েতে প্রয়োজনীয় দৃষ্টিসীমা কম থাকায় ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান ও এয়ারঅ্যাস্ট্রার দুইটি ফ্লাইট যথারীতি ছেড়ে এসে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণে করতে না পেরে আবারও ঢাকা ফিরে যায়। তবে বেলা পৌণে এগারটার দিকে কুয়াশা কেটে গেলে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
সৈয়দপুর বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হাকীম জানান, রোববার সকাল ছয়টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কিন্তু পরবর্তীতে দৃষ্টিসীমা আরও কমতে থাকে। তবে সকাল নয়টায় দৃষ্টিসীমা বেড়ে ৭০০ মিটারে উন্নীত হয়। আর ওই দিন সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বেলা পৌণে ১১ টায় কুয়াশা কেটে প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসায় ফ্লাইট চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে ফ্লাইট সিডিউলে কিছুটা বিপর্যয় হলেও কোন ফ্লাইট বাতিল করা হয়নি।