“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাঈদুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল বারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দিনব্যাপী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটারদের নেতৃত্বে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।