1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের দল ঘোষণা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন

গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬০ জন দেখেছেন
রংপুর রাইডার্সের দল ঘোষণা

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে এক সময় আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। কালের পরিক্রমায় এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্ট আনছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

ইতোমধ্যে তাদের ম্যাচসূচিও ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। এরপর দ্বিতীয় দিনেই (২৭ নভেম্বর) মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল।

রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল। আসন্ন এই বৈশ্বিক প্রতিযোগিতার জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে রংপুর। সেখানেও অধিনায়ক হিসেবে যাচ্ছেন নুরুল হাসান সোহান। পাশাপাশি শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনও দলে আছেন।

মূলত বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এই সুপার লিগে খেলতে না চাওয়ায় বেছে নেওয়া হয়েছে রংপুরকে। প্রথমে ধারণা করা হচ্ছিল গত আসরে দলটিতে খেলা সাকিব আল হাসানও সম্ভবত তাদের জার্সিতে টুর্নামেন্টটিতে নামবেন। তবে পরে তিনি না খেলার কথাই জানিয়ে দেন। রংপুরের ঘোষিত দলে আছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনও। এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন ম্যাথু ফোর্ড, হারমিত সিং–সহ চারজন।

রংপুর রাইডার্স স্কোয়াড :

নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )