রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার ২নং পলশা ইউনিয়নের ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওমরপুর গ্রামের মেহেদী হাসান ও রিক্তা আক্তার দম্পতির ছেলে।
জানা গেছে, রবিবার সকালে শিশু রায়হান অসাবধানতা বশত: বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ ঘটনাস্থলে অবস্থান করছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।