আন্তর্জাতিক

পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন মরিয়ম নওয়াজ

নিউজ ডেস্ক ‍   আন্তর্জাতিক

১৫ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন একজন নারী। তিনি পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। দলটির সাবেক মন্ত্রী রানা তানবির হোসেন এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া নওয়াজ শরিফ দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শেহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছেন। শেহবাজ বর্তমানে দলটির প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের ভাই। এর আগের জোট সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 

এদিকে বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন। 

অন্যদিকে তেইরিক-ই-ইনাসাফের ইনফরমেশন সেক্রেটারি রৌফ হাসান বলেছেন, রাতের আধাঁরে ইমরান খানের ম্যানডেট চুরি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধমে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, পাকিস্তানকে আরও অস্থিতিশীলতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।
খবর ডন

23