পঞ্চগড়ে অসহায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের তরুণ ইঞ্জিনিয়াররা। শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের জালাসী নুরানি দারুল কোরআন কওমি মাদরাসার শতাধিক এতিম ও অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে একটি করে শীতবস্ত্র তুলে দেন তারা। শীতবস্ত্র পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। পরে সদর উপজেলার জালাসী, তালমা সহ বিভিন্ন এলাকার শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র পৌছে দেন তারা।
এ সময় জালাসী নুরানি দারুল কোরআন কওমি মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আবু শাহিন ও শিক্ষক আবু সাঈদ, পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম সবুজ, সদস্য ইব্রাহিম খলিল ও তানজিম হাসানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম সবুজ বলেন, আমরা এতিম শিশুসহ পঞ্চগড়ের অসহায় দরিদ্র মানুষের মাঝে নিজেদের সামান্য সাধ্যে এই শীতবস্ত্র বিতরন করতে পেরে আনন্দিত। আমরা চাই সমাজের বিত্তবানরা যেন এভাবে শীতার্তদের পাশে দাঁড়ায়। আগামীতে আমরা বড় পরিসরে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেবো।