কনেকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবি মানুষেরা। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছেন না অনেকেই। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে সমগ্র উপজেলা।
নাওডাঙ্গা ইউনিয়নের অটোরিকশা চালক আমিনুল ইসলাম বলেন, দুপুরে এক নজর সূর্যের দেখা গেলেও সূর্যের আলো না থাকায় খুব ঠান্ডা, গাড়ী চালায় যায় না। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, খুব কষ্টে আছি আমরা।