
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল পেয়েছেন শতাধিক পরিবার। শনিবার উপজেলার শঠিবাড়ী মৎস্য আড়ত সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একে এম শফিকুল আজাদ।
এদিন কম্বল নিতে আসা মানুষের মুখে ছিল স্বস্তির হাসি। প্রচন্ড শীতে যখন জনজীবন জুবুথুবু, তখন উষ্ণতার জন্য কম্বল পেয়ে উপকৃত হলেন তৃণমূলের উপকারভোগী সাধারণ মানুষ। আর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বলছেন, সঠিক সময়ে সঠিক কর্মপরিকল্পনা নিয়ে জনগণের পাশে থাকতে চায় বিএনপি। সেই লক্ষ্যে কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন বিএনপির উপজেলা নেতারা।
অনুষ্ঠানে দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জিকরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল সাদী।স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পাভেল সর্দার, সদস্য জাকির হোসেন, সুজন মিয়া, মির্জাপুর ইউনিয়ন সদস্য সচিব সালমান শেখ, হযরতপুর ইউনিয়ন সদস্য সচিব ফুয়াদ হাসান, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোনায়েম মিয়া প্রমুখ।
Related