কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ নিয়ে দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কাছে লিখিত অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
অভিযোগে ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কথা বলে জানা গেছে, ফুলবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে অফিসের কার্যক্রম চালিয়ে আসছে সংশ্লিস্টরা।প্রতি দলিলে মনগড়া টাকা নেয়া। মানুষকে হয়রানি করে মোটা অংকের অর্থ আদায় করাসহ নানান অনিয়মের অভিযোগের চিত্র উঠে আসে সাব রেজিস্টার অফিসে।
এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী সেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল রবিবার ওই অফিসে হাজির হয়। সেখানে দলিল লেখক এর লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি ফি বাদ অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরারও জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করেন। কেন অতিরিক্ত ফি দেয়া লাগবে তা নিয়ে ছাত্রদের সাথে বাগ বিতন্ডায় জড়িয়ে পড়েন।
দূর্নীতির প্রমাণ সংগ্রহের পর ছাত্ররা প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত কর্মচারীরা কৌশলে গা ঢাকা দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাওন, আতিকুর রহমান, সিদরাতুল সবুজ জানান, দীর্ঘদিন ধরে এই সাব রেজিস্টার অফিসে বিভিন্ন ধরনের দুর্নীতি,অনিয়ম চলে আসছিল।, তাই ধারাবাহিকতায় আমরা ভুক্তভোগী সেজে দলিল লেখকের লাইসেন্স নবায়নের জন্য যাই। এ সময় আমাদের কাছেও অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরারও জাহাঙ্গীর হোসেন নির্ধারিত ফির বাহিরে অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করেন। সাব রেজিস্ট্রার অফিসের সকল দূর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দূর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাই। আমরা ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশা দিয়েছেন।
সাব-রেজিস্টার অফিসের মোহরারও জাহাঙ্গীর হোসেনকে মুঠোফোন ফোন দেয়া হলে ফোন কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখেন। সাব-রেজিস্টার অফিসের অফিস সহকারি আয়েশা সিদ্দিকা সেলিনার সাথে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন এবং ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবো বলে ফোন কেটে দেন।
ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্টার অফিসার মাহ্ফুজুর রহমান জানান, অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে শোকজ করা হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাব-রেজিস্টার অফিসের অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।