1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
যেমন হতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

যেমন হতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৮ জন দেখেছেন

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে নানাদিকের নানা গুঞ্জন। বলা চলে অপেক্ষা। তামিম ইকবাল খেলছেন কি না, আরেকটাবার দেশসেরা এই ওপেনারকে জাতীয় দলে দেখা যাবে– এমন অপেক্ষাই ছিল সবার। যদিও শেষ পর্যন্ত গতকাল রাতে বাংলাদেশ জাতীয় দলকে পুরোপুরি বিদায় বলে দিয়েছেন তামিম। ২০২৩ সালের ৬ জুলাইয়ের পর ২০২৫ সালের শুরুতেই আরেকবার লাল-সবুজের জার্সিকে গুডবাই জানালেন তিনি। 

তামিম ইকবাল থাকছেন না, নজরটা এবার সাকিব আল হাসানের দিক। ২০২৪ সালে হয়েছিলেন সংসদ সদস্য। এরপর জুলাই বিপ্লবের পর ভিলেন বনে গিয়েছেন। দেশের মাঠে শেষ টেস্ট খেলার সাধ মেটেনি তার। বিপিএল খেলছেন না। জাতীয় দলের হয়ে শেষ একবার খেলার সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এর আগে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞাও হয়েছে সাকিবের সঙ্গী।

সাকিব আল হাসান একবার পরীক্ষা দিয়েছেন বার্মিংহামে। সেই পরীক্ষায় পাশ করা হয়নি। এরপর চেন্নাইয়ে আরেকবার বোলিং পরীক্ষা দিয়েছেন। তবে সেটা নিয়েও আছে প্রশ্ন। সাকিব কি অফিসিয়াল পরীক্ষা দিয়েছেন, নাকি কেবলই নিজেকে যাচাই করতে চেয়েছেন, সেটা নিয়ে চলছে ধোঁয়াশা। আর চেন্নাই থেকে কোনো ফলাফলও এখন পর্যন্ত আসেনি।

এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ‘বোলার’ সাকিব

সাকিব যদি বোলিং অ্যাকশন শোধরাতে না পারেন, তবে শুধুমাত্র ব্যাটার পরিচয়ে সাকিবকে ধরতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফ্লাইট। সেটা তার বর্তমান অবস্থায় কিছুটা কঠিনই বটে।

সাকিবের খেলার ব্যাপারটি এখন নির্বাচকদের হাতে নেই, বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিসিবির একজন নির্বাচক  এমনটাই জানিয়েছেন। তিনি বলছিলেন, ‘সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবরই নেই। ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি, মূলত বোর্ডের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে। বোর্ড কী বলে সেটার ওপর নির্ভর করছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু।’

সাকিবকে নিয়ে নিশ্চিত কিছু বলতে না পারলেও বিসিবির সেই নির্বাচক নিশ্চিত করেছেন, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে না বোর্ড। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলের ওপরেই অনেকটা নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট দল। নিয়মিত মুখের বাইরে চমক থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ওপেনার হিসেবে তানজিদ তামিম এবং লিটন দাসের কম্বিনেশনটাই থাকবে বৈশ্বিক এই আসরে। তবে সৌম্য সরকার ইনজুরি থেকে ফেরার সাপেক্ষে ঢুকে যেতে পারেন দলে। অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত।

 

দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ নিশ্চিতভাবেই নিজেদের শেষ আইসিসি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন। তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেনদের থাকাটাও প্রায় নিশ্চিত। স্কোয়াডে থাকতে পারেন চার পেসার। ফর্ম বিবেচনায় শরিফুল ইসলামের বাদ পড়ার সম্ভাবনা বেশি। আর সাকিব আল হাসানের না থাকায় দলে যোগ হতে পারেন নাসুম আহমেদ।

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি

আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে স্কোয়াড জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণ করতে যাওয়া দলগুলোর। ফলে এই আসরের জন্য স্কোয়াড প্রায় প্রস্তুত করে রেখেছেন নির্বাচকরা। তবে বিসিবির একজন নির্বাচক  জানিয়েছেন, সাকিবের ব্যাপারে এখনো নিশ্চিত নয় নির্বাচক প্যানেল। এ সিদ্ধান্ত আসবে বোর্ড থেকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড 
তানজিদ তামিম, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )