রংপুরের গঙ্গাচড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে গঙ্গাচড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই দুই নেতাকে পৃথক অভিযানে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য গঙ্গাচড়া মহিলা কলেজপাড়া জমসেদ আলীর ছেলে বুলবুল আহমেদ এবং বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান মানিক।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে গঙ্গাচড়া বাজার এলাকা থেকে বুলবুল আহমেদ( ৪৫) কে রাত ১০টা ৪০ মিনিটে বেতগাড়ী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে আখতারুজ্জামান মানিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আখতারুজ্জামান মানিক (৫৫) গঙ্গাচড়া থানার বেতগাড়ী ইউনিয়নের পেউলাদহ বানিয়াপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, “দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে উস্কানিমূলক প্রচারণা চালানো, জনমনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির পাঁয়তারার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা জনসম্মুখে ও অনলাইনে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।” তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে পাঠানো হয়েছে ।