রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে এক ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন গঙ্গাচড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। জানা যায়, হাটে গরু-ছাগল ক্রয়-বিক্রয় ব্যবসায়ীদের কাছ থেকে অনুমোদিত হারের চেয়ে অতিরিক্ত ২০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল।
ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত চাঁদা দিতে গিয়ে তাদের ব্যবসায়িক ব্যয় বেড়ে যাচ্ছে এবং লাভের অংশ থেকে সেই অর্থ দিতে বাধ্য হচ্ছেন তারা। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, অতিরিক্ত চাঁদা আদায় সংবিধান ও সরকারের নির্ধারিত নীতিমালার পরিপন্থি। জনভোগান্তি কমাতে এবং নিয়মিত বাজার তদারকি নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিন অতিরিক্ত টাকা দিতে গিয়ে আমাদের লোকসান গুনতে হতো। আজ প্রশাসনের হস্তক্ষেপে অন্তত কিছুটা স্বস্তি পেয়েছি।
উল্লেখ্য, বেতগাড়ী হাট গঙ্গাচড়া উপজেলার অন্যতম বড় হাট। সপ্তাহের নির্ধারিত দিনে এ হাটে বিভিন্ন প্রান্তের শতাধিক ব্যবসায়ী অংশ নেন। ইজারাদাররা অতিরিক্ত চাঁদা আদায় করে আসছেন, যা সাধারণ ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।