লালমনিরহাট সদর হাসপাতালে চলমান নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৮ মে) সকালে ছদ্মবেশে কুড়িগ্রাম-লালমনিরহাট সমন্বিত দুদকের একটি টিম সদর হাসপাতালের বহির্বিভাগে অভিযান শুরু করে। অনুসন্ধান চলাকালে চিকিৎসা সেবাসহ হাসপাতালের বিভিন্ন শাখায় নানান অসঙ্গতির চিত্র উঠে আসে।
বিশেষ করে হাসপাতালের খাবারের মান নিয়ে দুদক টিম প্রশ্ন তোলে। নিয়ম অনুযায়ী রোগীদের জন্য মাছের প্রতিটি টুকরোর ওজন ৯০ গ্রাম থাকার কথা থাকলেও দুদকের টিম তা পরিমাপে পায় মাত্র ৩০ থেকে ৪০ গ্রাম। এছাড়া হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি ও পরিচ্ছন্নতা কর্মীদের দুর্ব্যবহারও উঠে আসে তদন্তে।
এ বিষয়ে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম বলেন, ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও জনবল বাড়েনি। মাত্র ১০০ শয্যার জনবল দিয়ে ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের উপ-সহকারী পরিচালক মিজানুর চৌধুরী মিজান বলেন, আমরা আজকে অনুসন্ধান চালিয়েছি। প্রাপ্ত তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন দুদকের মহাপরিচালকের কাছে প্রেরণ করা হবে।