কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাজের সর্বস্তর থেকে মাদক নির্মূল ও সাঞ্জুয়ারভিটা’র মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। মঙ্গলবার বেলা ১১টায় কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা প্রবেশ পথের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই উপজেলা থেকে মাদক নির্মূলের দাবি করেন এবং মাদক ক্যবসায় বাঁধা দেয়ায় মাদক ব্যবসায়ীরা স্থানীয় সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা করেন। সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন মানব বন্ধনে অংশ নেয়া বক্তারা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হারিসুল বারী রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাথার আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক সানাউল কবীর স্বাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মিমি, মুখ্য সংগঠক মোবাশ্বের হোসেন।