“দক্ষযুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপ্রাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারাপ্রভিলেজড রুরালইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে জুলাই২০২৫হতে আগষ্ট২০২৫ দুই মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ারকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার (০১জুলাই) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। পরে উপজেলা হল রুমে যুব উন্নয় কর্মকর্তা মকবুল হোসেনের সভাপতিত্বে সংক্ষিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারী কলেজে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, কৃষি সম্প্রসারণ অফিসার সারোয়ার তৌহিদ,ইন্সট্রাক্টর আতিকুর রহমান,সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান,ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। উল্লেখ্য, উপজেলার দশ ইউনিয়নের ৪০ জন শিক্ষার্থি প্রতিদিন ২ সিফটে প্রশিক্ষণ গ্রহন কবে।