কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি)” প্রকল্প এলসিএস সদস্যদের হাজিরা অনুযায়ী লভ্যাংশের টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আয়োজিত লভ্যাংশের টাকা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, মার্কেট সুপারভিশন লাভলীহুড অফিসার মোনজুরুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাংবাদিক রবিউল আলম লিটন প্রমুখ । উল্লেখ্য, এ প্রকল্পে কর্মরত ৭৯ জন সদস্যরে বেতনের সঞ্চয়কৃত ৯ লখ ১৫হাজার ৬শত ৯৮ টাকা বিতরণ করা হয়।