


প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লালমনিরহাট সার্ভিসিং সেল (আইপিএল-বকুল) এর গ্রাহক মরহুম শহিদুল ইসলাম মৃত্যুর পর তাঁর পরিবারের কাছে ১১ লক্ষ ৪৯ হাজার ৫১৭ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে লালমনিরহাটের পিটিআই হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রংপুর ডিভিশনের ইনচার্জ আলহাজ্ব হাফেজ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী ও আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লালমনিরহাট শাখার ম্যানেজার মমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সার্ভিসিং সেলের ডিজিএম হাসান আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মানুষের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। নিয়মিতভাবে গ্রাহকদের দাবি নিষ্পত্তি করায় প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
মরহুম শহিদুল ইসলামের কন্যা সুমাইয়া সেভা আবেগঘন কণ্ঠে বলেন, বাবা জীবিত থাকতে কষ্ট করে পরিবার চালানোর পাশাপাশি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে টাকা জমা রাখতেন। ভাবতেও পারিনি আজ আমরা এতটা সহায়তা পাবো। আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম শহিদুল ইসলামের স্ত্রী ও সন্তানের হাতে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা।