


দিনাজপুরের বোচাগঞ্জে ইসলামপ্রিয় তৌহিদী জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধ ও ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের এমপি মনোনীত প্রার্থী রেদওয়ানুল করিম রাবিদ, বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ্, মাওলানা আলাল হোসেন, মাওলানা মোতাহার হোসেন, মাওলানা ওবায়দুর রহমান, মুফতি আব্দুর রহমান ও মুফতি ফয়রুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, ইসকনের ধর্মবিরোধী কার্যক্রম দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
অবিলম্বে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ সময় বক্তারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইসকন নিষিদ্ধ না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।