


ধানের শীষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল। সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সদরের বিভিন্ন এলাকা চষে বেরাচ্ছেন তিনি। ধানের শীষে ভোট প্রার্থণা ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্টকাঠামো মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ করছেন গণসংযোগ কালে।
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত(২৩নভেম্বর) জেলা শহরের বারইপাড়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি যান এএইচএম সাইফুল্লাহ রুবেল। ভোটারদের সাথে কুশল বিনিময় ছাড়াও নানা সমস্যার কথা শুনেন তিনি।
গনসংযোগকালে ধানের শীষের প্রার্থী সাইফুল্লাহ রুবেল বলেন, আমি পরিবর্তন ঘটাতে চাই এই এলাকার। মিথ্যে আশ্বাস নয়, যা প্রতিশ্রুতি দিবো সবই পালন করবো।রুবেল বলেন, অতীতে অনেক বঞ্চিত হয়েছি, আমরা আর বঞ্চিত থাকতে চাই না। যেখানে যাচ্ছি সাধারণ মানুষ আমাকে ব্যাপক সমর্থন দিচ্ছেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ উদ দৌলা, কলেজ ছাত্রদলের আহবায়ক পায়েলুজ্জামান রক্সি, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুরুজ্জামান নুরু, জেলা পুজা উদযাপন ফ্রণ্টের আহবায়ক স্বাধীন ঘোষ, বাংলাদেশ হিন্দু মহাজোটের আহবায়ক সুমন চক্রবর্তি প্রমুখ উপস্থিত ছিলেন।