প্রকল্প অবহিতকরন সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা নারর্গিস ফাতেমা তোগদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, টেরেডেস হোমসের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার আমিনুল ইসলাম, ক্যাপাসিটি ডিভলপমেন্ট কর্মকর্তা আতোয়ার হোসেন, সলিডারিটি’র প্রজেক্ট কোন-অর্ডিনেটর ইয়াছিন আলী, কর্মকর্তা মোস্তাফিজার রহমান ও সাইফুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান,সাংবাদিক, এনজিও কর্মী, ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রজেক্টের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারনে বাস্তুচ্যুত হওয়া বা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকা শিশু ও যুবকদের অন্তর্ভূক্তি করা হবে। এরপর তাদের ক্ষমতায়ন বৃদ্ধি ও তাদের সহনশীলতা এবং প্রয়োজনীয় জীবন দক্ষতার বিকাশে সহায়তা করবে। প্রকল্পটি উলিপুর পৌরসভা ও ৬টি ইউনিয়নে কাজ করবে।