রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের অবৈধভাবে উত্তোলন করা পয়েন্টে থাকা বালুগুলো জব্দ করেছেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উর্মি। মঙ্গলবার সকাল ১১ টার দিকে লক্ষীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা সেতুর নিচে , চল্লিশসালের চর, চর ইচলি, শংকরদহ স্কুল সংলগ্ন অবৈধভাবে তোলা পয়েন্টে থাকা বালুগুলো জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন ইউপি ভুমি সহকারী কর্মকর্তা সুকুমার রায়, গঙ্গাচড়া মডেল থানার সঙ্গীয় ফোর্সসহ এসআই নজরুল ও সাংবাদিকবৃন্দ।
গত ২২ সেপ্টেম্বরে “রাতের আঁধারে চলে অবৈধভাবে বালু উত্তোলন, জড়িত প্রভাবশালী মহল” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বালু ব্যবসায়ীরা স্থানীয় প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাহিন্দ্রা ট্রাক দিয়ে বালু উত্তোলন করছে। এ কারণে স্থানীয়রা প্রকাশ্যে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তারা প্রতিদিন ৯০-১০০ মাহিন্দ্রা ট্রাক দিয়ে গভীর রাত হতে ভোর পর্যন্ত বালু উত্তোলন করে। প্রতি ট্রাক্টর বালু এক হাজার থেকে ১২শ টাকা দরে বিক্রি হচ্ছে। সংবাদ প্রকাশে প্রশাসনের নজরে আসে অবৈধ বালু উত্তলনের বিষয়টি। গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি অবৈধভাবে বালু উত্তোলন পয়েন্ট গুলোতে অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভুমি)জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, অবৈধ বালু উত্তোলন পয়েন্ট গুলো জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারী ভূমির দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।