বুধবার (৪ ডিসেম্বর) সাংবাদিকদের লাঞ্ছিত করা ওই কর্মকর্তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যাবস্থা গ্রহণ না করায় ফুঁসে ওঠে জেলার সকল সাংবাদিক। সাংবাদিকদের লাঞ্ছিত করা প্রকৌশলী তাসরুজ্জামান বাবুকে চাকুরিচ্যুতি করার দাবিতে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বক্তব্যে সাংবাদিকরা অভিযুক্ত কর্মকর্তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেয় অন্যথায় রেলপথ অবরোধ করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা। প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ।