
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মর্ণেয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর কাশেম মিঠু। বুধবার (২৫ ডিসেম্বর)মর্নেয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দলের দূর্দিনে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন ও হেয় প্রতিপন্ন করতে একটি সুবিধাবাদী চক্র সক্রিয় হয়েছে।
মীর কাশেম মিঠু বলেন, “৯০ দশকে আমি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জন্য কাজ করেছি। গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন দমন -পীড়ন সহ্য করেও দলের স্বার্থে কাজ করে যাচ্ছি। অথচ এখন একদল সুবিধাবাদী যখন দলের সুদিন সুনিশ্চিত জেনেছে, তখন আমার/ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।”
তিনি অভিযোগ করেন, সুবিধাবাদী চক্রটি বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে। উদাহরণস্বরূপ, তারা মর্ণেয়া ইউনিয়নের ত্যাগী নেতা মোঃ তোজাম্মেল হক-কে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তিনি স্পষ্ট করেন যে, তোজাম্মেল হক বর্তমানে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডে নিষ্ক্রিয়।মীর কাশেম মিঠু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিএনপিতে কোনো স্থান নেই। আমরা ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর।”
তিনি বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দকে আহ্বান জানান, দলের প্রতি নিবেদিত নেতাকর্মীদের সুরক্ষা এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “যদি ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত থাকে, তবে ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আমরা কঠোর প্রতিরোধ গড়ে তুলবো।”
এসময় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মাবুদ বলেন, আমি ব্যক্তিগতভাবে দলের দূর্দিনে যখন প্রত্যেকটি ওয়ার্ডের নেতা কর্মীকে সুরক্ষা দেয়া, তাদের বিপদে পাশে দাঁড়ানো এবং দলের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় সার্বিক নির্দেশনা মোতাবেক কাজ করেছি। পাশাপাশি ভবিষ্যতে আওয়ামী দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দিতে ত্যাগী নেতাকর্মীরা সবসময় প্রস্তুত আছে । সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাদু মিয়া, রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related