1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গ্রাম পুলিশের চাকরি করেন অনার্স পাস করা মামুন  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

গ্রাম পুলিশের চাকরি করেন অনার্স পাস করা মামুন 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন
গ্রাম পুলিশের চাকরি করে বাংলায় অনার্স পাস করা জীবন সংগ্রামের এক অদম্য মেধাবী যুবক মামুন (২৬) । তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় এলাকার তার বাড়ি।
তার মা ছকিনা খাতুন গৃহিণী ও বাবা পানাউল্লাহ একজন বর্গা চাষী। তাদের বসতবাড়ি ছাড়া অন্য কোন জায়গা -জমি নেই। সংসারে অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। চার ভাই বোনের মধ্যে দ্বিতীয় মামুন। দুই বোনের বিয়ে হয়েছে। ছোট ভাই মারুফ ইসলাম চলতি বছর উচ্চমাধ্যমিক পাশ করেছে।
২০১৪ সালে মামুন স্থানীয় কচুয়ার পাড় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৪.৬৯ পেয়ে উত্তীর্ণ হয়। এরপর পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় ব্যবসা শাখা থেকে ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হন। টাকার অভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারেননি। এরপর রংপুরের কারমাইকেল কলেজে ফিন্যান্সে ভর্তি হন। সংসারের অভাবের কারণে সেখানে লেখাপড়া শেষ করতে পারেনি। এক বছর পরে ওই কলেজের ভর্তি বাতিল করে নিজ এলাকায় পাটগ্রাম সরকারি কলেজে বাংলায় অনার্সে ভর্তি হন। সেখান থেকে অনার্স পাশ করেন।
সংসারের হাল ধরতে অনার্স অধ্যয়নরত অবস্থায় চাকরি নেন গ্রাম পুলিশের (চৌকিদার)। গ্রাম পুলিশের চাকরির পাশাপাশি পড়ালেখা ও বাবার বর্গা জমিতে কাজে সহযোগিতা করেন। এখন সে রংপুরের কারমাইকেল কলেজে বাংলায় মাস্টার্সে অধ্যায়নরত।
এ বিষয়ে মামুন ইসলাম বলেন, অনার্স চতুর্থ বর্ষে অধ্যায়নরত অবস্থায় আমার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারি গ্রামপুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আমি আবেদন করি। পরীক্ষা দেই। ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করি। তৎকালীন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান স্যার আমাকে জিজ্ঞেস করে এই চাকরি হলে করবো কিনা? আমি স্যারকে জানাই চাকরি হলে অবশ্যই করবো। পরে চাকরি হয়েছে । আর আমি সকল পেশা ও কাজকে সম্মান -শ্রদ্ধা করি। কোন কাজকে ছোট করে দেখি না। আমি সকল মানুষকে ভালবাসি শ্রদ্ধা করি। তারাও আমাকে ভালবাসে আপন করে নেয়। সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই।
মামুনের বাবা পানাউল্লাহ বলেন, আমার অভাবী সংসারে ছেলের গ্রাম পুলিশের চাকরি হয়েছে এতে আমি অনেক খুশি। আল্লাহর রহমতে তার চাকরি দিয়ে সংসার ভালোই চলছে । এ বিষয়ে জগতবেড় ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গ্রামপুলিশ মামুন ইসলাম খুবই মেধাবী । সে সৎ ও নিষ্ঠাবান । এজন্য আমরা সকলেই তাকে খুবই পছন্দ করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )