![](https://i0.wp.com/sokalerbani.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা র্যালীসহ নানান আয়োজনে দিবসটি পালন করেন নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে পায়রা অবমুক্ত করা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাস এর সদস্য সচিব মোঃ নুরজামাল বাহাদুর।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা,প্রধান আলোচক জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির ১ নং যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু,বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা আহবায়ক জাকি মোঃ আহসান হাবিব সজীবসহ অনান্য নেতাকর্মীরা।
Related