দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়াং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্পের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলার সাবেক মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মো. শাহাদৎ হোসেন সাদো, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু এহিয়া, আরিফুল হক রিয়েল ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যদের মধ্যে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সাবেক সভাপতি একেএম খুরশীদ আলম মজনু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া পিন্টু, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এবারের শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর পরিচালনায় রয়েছেন বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানিফ উদ্দিন প্রামানিক। শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি বনাম রংপুর জয় স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। কিন্তু খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। ফলে খেলা মীমাংসার জন্য টাইব্রেকারে গড়ায়। আর টাইব্রেকারে পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি ৬-৫ গোলে রংপুরের পীরগঞ্জ জয় স্পোটিং ক্লাবকে পরাজিত করে। গতকালকের উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন, পাবনার রেফারী তুষার সরকার এবং সহকারী রেফারী ছিলেন আল-আমিন ও জাহাঙ্গীর আলম এবং চতুর্থ রেফারী দায়িত্ব পালন করেন মো. আলমগীর হোসেন।
আর উদ্বোধনী খেলায় ধারা বর্ণনা ছিলেন উত্তরাঞ্চলের স্বনামখ্যাত ধারাভাষ্যকার পার্বতীপুুরের খোরশেদ রায়হান ও বীরগঞ্জ উপজেলার মো. তাইফুল ইসলাম তফু । উদ্বোধনী খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী মানুষ মনপুরা মাঠে ছুঁটে আসেন। ফলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় খেলার মাঠটি। প্রথম খেলাটি মাঠে অগ্রভাগে বসে দেখতে অনেক দর্শক জুম্মার নামাজের পর পরই ছুঁটে এসে জায়গায় দখলে নেন। ফলে বিপুল সংখ্যক দর্শক গতকালকের উদ্বোধনী ম্যাচটি উপভোগ করেন। দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এবারের অষ্টম আসরে পঞ্চগড়, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নীলফামারী, কুষ্টিয়া ও বগুড়াসহ মোট ৮টি ফুটবল দল অংশ নিচ্ছে। এতে অংশ গ্রহনকারী ফুটবল দলগুলো হচ্ছে, পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি, রংপুরের পীরগঞ্জের জয় স্পোটিং ক্লাব, রাজশাহীর ফুটবল একাডেমি, সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ্ ওয়ান্ডার্ট ক্লাব, বগুড়ার শেরপুর ফুটবল একাডেমি, নীলফামারীর ফুটবল কোচিং সেন্টার ও সৈয়দপুর ফুটবল একাডেমী।
আগামী শুক্রবার (৩ জানুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি ও বগুড়া শেরপুর ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে। আগামী ৭ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর এ ফাইনাল খেলার মধ্য দিয়ে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-২০২৫ টুর্নামেন্টের অষ্টম আসরের পরিসমাপ্তি ঘটবে।