আহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কুশল বিনিময়,তাদের সুখ- দু:খের কথা শোনার পাশাপাশি শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোঃ আলেমুল বাসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম, মেডিকেল অফিসার ডা. আসিক এবং ছাত্র সমন্বয়ক ফাহিম।
সকাল ১১টায় গঙ্গাচড়া উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়। আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।
মানবিক সহায়তা কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা লক্ষিটারী ইউনিয়নের আনুর বাজারে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করার অপরাধে ইমরান ভ্যারাইটিজ স্টোরকে ৫০০ টাকা জরিমানা করেন ।
স্থানীয় জনগণ এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এরকম মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।