1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূল্লী থানায় সম্প্রীতি সমাবেশ দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

ভূল্লী থানায় সম্প্রীতি সমাবেশ দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয়

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ জন দেখেছেন
সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই স্লোগানে সকল ধর্মালম্বীগণের সাথে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সম্প্রীতি র‍্যালী ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সকল ধর্মের মানুষেরা।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ভূল্লী থানা প্রাঙ্গনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান স্লোগানে সমাবেশ ও র‍্যালীতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্ট্রান সম্প্রদায়ের লোকজন এতে অংশ নেয়।
প্রথমে র‍্যালীটি ভূল্লী থানা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে সমাবেশে শেষ হয়।
পরে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল সরকারের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন,  ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা আফাজ উদ্দিন ভূর্ইয়া, সদর উপজেলা বিএনপি সহসভাপতি নাজমুল ইসলাম লাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের বাবু মোহনি রায়, ভূল্লী থানা জামায়েত ইসলামি সভাপতি আব্দুর রহমান, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, ভূল্লী থানায় বিগত দিনগুলোকে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ভারতের অপ্রচার ও গুজব থেকে সীমান্তের মানুষ সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা। এ সময় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি।
তারা সাম্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছিলো। এখন নতুন বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )