দিনাজপুরের খানসামায় নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । রোববার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলা ভিউ পয়েন্টের রিভার ভিউ রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
খানসামা উপজেলা প্রতিনিধি সুজন শেখের সভাপতিত্বে ও দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি কামারুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খানসামা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আশিক আহমেদ, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল জলিল ও ইউপি সদস্য এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী তামিম প্রধান।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, খানসামা উপজেলা দৈনিক করতোয়া প্রতিনিধি মোজাফফর হোসেন, দৈনিক নবচেতনা প্রতিনিধি আজিজার রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নুরনবী ইসলাম, দৈনিক কালবেলা ও চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি ফারুক আহমেদ, বীরগঞ্জ উপজেলা বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহিদ হোসেন, ঝাড়বাড়ি নিউজের পরিচালক জাকির হোসেন, ও বীরগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুমনসহ সুধীজন।