বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রংপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন যুবদল নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন।
১৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রাসেলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অতিথিরা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য তারেক রহমানের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক, সাধারণ মানুষের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন পারভেজ, নাজমুল ইসলাম, শাকিল সবুজ, ২০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আশিক, ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নুরুন্নবী, ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক তাহের এবং ২০ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম।
স্থানীয় শীতার্ত মানুষদের অনেকে এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। আয়োজকরা জানান, এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও যুবদল নেতারা উপস্থিত মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।
প্রত্যন্ত এলাকার মানুষ থেকে শুরু করে মহানগরীর নিম্নবিত্ত শ্রেণির মানুষেরা শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। একজন উপকারভোগী জানান, এই শীতে আমাদের ঘরে গরম কাপড়ের খুব অভাব ছিল। যুবদল নেতাদের পক্ষ থেকে যে সাহায্য পেয়েছি, তা সত্যিই আমাদের জন্য বড় উপকার হয়েছে।
অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা জানান, তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের জন্য এই ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আরও বলেন, আমাদের লক্ষ্য শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করা।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শেষে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের। এটি মহানগর যুবদলের একটি মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।