তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা নিশ্চিত করে জানান, বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৫ নতুন বছরে। সকালে ঘুরে দেখাযায়,নতুন বছরের শুলুতেই শিক্ষক ছাত্র/ছাত্রীরা স্কুলে যাচ্ছে ভেন চালকরা ভেন নিয়ে রাস্তায় যেতে শ্রমিকরা মহিলা ও পুরুষ অভয়ে মিলে কাজে যেতে।
সরকারি প্রাথমিক বিদ্যাঃ আঃ হকিম ও আঃ মতিন স্কুলের প্রধান শিক্ষক শামীম আক্তার জানান,উত্তরে হিমালয় ঘেঁষা উপজেলা তেঁতুলিয়া বছরের শুরুতেই সকালে স্কুলের উদেশ্য বাড়ি থেকে বের হয়েছি,আজকে বাইক নিয়ে কুয়াশায় রাস্তায় চলতে কষ্ট হবে, কুয়াশার সাথে গুরিগুরি বৃষ্টির মতো পরছে,আমাকে বাড়ি থেকে প্রায় ৫ কিলো মিটার দূরে তবু সবকিছুকে অপেক্ষা করে আমাকে সময় মত স্কুলে উপস্থিত হতে হচ্ছে।
অন্যদিকে তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি,কাশি, ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ ্রনাথ বলেন, বুধবার ১ জনুয়ারি সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।গতকাল ৩১ ডিসেম্বর ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ভোর ৬টায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।বাতাসে আর্দ্রতা ১০০ শতাংশ ।