ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়েদিনাজপুরের পার্বতীপুরে বুধবার বিকেল ৩টায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পার্বতীপুর ঢাকা মোড় চত্বরে দুপুর ৩টায় সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইফতেখার আহম্মেদ রিগেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড, এম রেলওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, বিএনপি’র যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান, পার্বতীপুর পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ.জেড, এম মেনহাজুল হক, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন শাদো, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার), যুগ্ম-আহবায়ক জোবায়ের হোসেন বাবু ও বিশিষ্ট ঠিকাদার যুবনেতা মো: সাকিব হোসেন ডলার প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। উপজেলার সকল স্কুল কলেজ ও ১০টি ইউনিয়ন থেকে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা কর্মী বর্নাঢ্য র্যালি ও সমাবেশে সমবেত হন।