
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ হাইকোর্টের নির্দেশে প্রায় এক মাস পর দায়িত্ব ফিরে পেয়েছেন।
বুধবার (০১ জানুয়ারি) বিকেলে রাজু আহম্মেদ কে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝে দিয়েছেন প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) জেসমিন আরা যুতি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক,
জানা গেছে স্থানীয় সরকার বিভাগ গত ২১ নভেম্বর ৮৮৮নং পত্রে রাজু আহমেহকে জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করে। পরে গত ২৫ নভেম্বর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৫(১)(২) ধারায় হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য ঘোষনার গেজেট প্রকাশ করে উপজেলা প্রশাসন।
এরপর রাজু আহমেদ তাকে অপসারণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন (পিটিশন নং-১৫৩৩০/২৪)। শুনানি শেষে গত ৮ ডিসেম্বর হাইকোর্ট ইউপি চেয়ারম্যান রাজু আহমেদকে স্থানীয় সরকার বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ আদেশের কার্যকারীতা তিন মাসের স্থাগিতাদেশ প্রদান করে। হাইকোর্টের আদেশের বলেই গত বুধবার (১ জানুয়ারী ) বিকেলে প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তার (সচিব) কাছে রাজু আহমেদ চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন।
Related