1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
কৃষি জমির টপ সয়েল কেটে ইট তৈরির দায়ে ইটভাটার মালিককে জরিমানা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:০১ অপরাহ্ন

কৃষি জমির টপ সয়েল কেটে ইট তৈরির দায়ে ইটভাটার মালিককে জরিমানা

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ ছিল, ইট তৈরির জন্য কৃষি জমির টপ সয়েল কেটে নেওয়া হয়েছে, যা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়,এসএবি ব্রিকস দীর্ঘদিন ধরে আশেপাশের কৃষি জমি থেকে টপ সয়েল সংগ্রহ করে ইট তৈরি করে আসছিল। এর ফলে জমির উর্বরতা নষ্ট হওয়া ছাড়াও স্থানীয় কৃষকরা ফসল উৎপাদনে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে  বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এসএবি  ইটভাটায়  অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস উর্মি। সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, “কৃষি জমির উর্বর টপ সয়েল পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেটে ফেলার কারণে কৃষিজ উৎপাদন কমে যাচ্ছে। সেজন্য এসএবি ব্রিকস মালিকের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।ভাটার মালিক জরিমানার অর্থ পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ছাড়াও গঙ্গাচড়া বাজার মনিটরিং করে  পাটজাত ব্যাগে পণ্য বিক্রয় বাধ্যতামূলক ব্যবহার আইনে মুকুল স্টোরের ৬০০০,মামুন স্টোরের ৪০০০ মোস্তফা স্টোরের ৫০০০,  ভুটকা মোড় সংলগ্ন  চালের দোকানে ১৫০০০ হাজার জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )