আটক হওয়া ফাইম সাইদ আহম্মেদের বাড়ি ঢাকা রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকায়। তিনি ওই এলাকার মৃত আবু আহম্মেদের ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ভারত সীমান্তের আমতলী এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ফাইম সাইদ আহম্মেদ নামে ওই ব্যাক্তি।
এসময় বিজিবির টহল দল তাকে আটক করে৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোন উত্তর দেয়নি ওই ব্যাক্তি। এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশী ৩ হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩ টি ১০০ ডলারের নোট, ৪ হাজার ৭২০ ভারতীয় রুপির বিভিন্ন নোট, ৩৪৫ চায়না ইউয়ান জব্দ করা হয়। যা বাংলাদেশী টাকায় ৫৫ হাজার ৮৮৮ টাকা। এছাড়া ওই ব্যক্তির সাথে থাকা দুইটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।