1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ইজিপি টেন্ডার অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

কাউনিয়ায় ইজিপি টেন্ডার অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০২ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডার অনিয়মের অভিযোগ তুলে  উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে  মেসার্স মেধা কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মো: আলমাস হোসেন,
মঙ্গলবার(২৫ মার্চ) সন্ধ্যায় জিন্না চাম্পা অডিটোরিয়ামে সংবাদ  সম্মেলনে মেসার্স মেধা কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মো: আলমা লিখিত বক্তব্য  পাঠ করেন, এ সময় লিখিত  বক্তব্যে  তিনি বলেন  আমি বিগত ০১-০১-২০২৪ইং হইতে বর্তমান পর্যন্ত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগীদের পথ্য সরবরাহ করিয়া আসছি। গত ২০২৩-২০২৪ অর্থ বছরে এম এস আর সরবরাহ করেছি। কিন্তু গত ০২-০৩-২০২৫ইং ইজিপিতে পথ্য ও এমএসআরের জন্য কর্তৃপক্ষ দরপত্র আহবান করলে।
সেই দরপত্র মোতাবেক এজিপিতে পথ্য ও এমএসআর দরপত্র ইজিপিতে দাখিল করি  কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  প: প:কর্মকর্তা  সুজন সাহা   নিয়ম বহিরভূত ঠিকাদার বৃন্দের দাখিলকৃত কাগজপত্র যাচাই বাচাই না করে তাহাদের মনমত ঠিকাদারদের কাজ পাইয়া দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুজয় সাহা তার মনোনীত ঠিকাদারের কনসাল্টাটেন নিয়োগ করে, সেই ঠিকাদারের কথামত মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন নামে ঠিকাদার প্রতিষ্ঠান দেখিয়ে কাজ পাইয়া দেওয়ার জন্য পায়তারা করতেছেন এমন কি তিনি ইজিপির শর্তাবলী না মেনে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ঠিকাদারকে ওভার টেক করে পঞ্চম ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য পায়তারা  করিতেছেন,  আমি মেধা কন্সট্রাকশন স্বাত্তাধিকারী দীর্ঘ ২৫ বছর যাবৎ সুনামে সহিত ঠিকাদারী কাজ ও সরবরাহের কাজ করে আসিতেছি।
যথা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রংপুর বিভাগের বিভিন্ন উপজেলাতে পথ্য ও এমএস আর সরবরাহ করে আসছি। এবং আমি এলজিইডি, বিএডিসি, বিএমডিএ, রংপুর জেলা পরিষদ, রংপুর সিটি কর্পোরেশন, এইচইডি, রোডস্ এন্ড হাইওয়ে এসব জায়গাতে সুনামের সহিত কার্যাদেশ সম্পূর্ন করে আসছি। কিন্তু কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুজয় সাহা তার স্বার্থে আঘাত হানার কারনে এবারের ইজিপি টেন্ডারে  সকল ঠিকাদারের  কাগজপত্র সঠিক ভাবে যাচাই বাচাই না করে তার মনোনীত ব্যক্তিকে কাজ পাইয়ে দিতে দূর্নীতির আশ্রয় নিয়েছেন।
তাই পুনরায় সকল ঠিকাদারের কাজ পত্র যাচাই বাচাই করে নিয়ম মাপিক ঠিকাদার নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন  এবং ডিজি হেলস্ রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয়কে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )