মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের চলমান নৃশংসতা ও পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারনের প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় নবাবগঞ্জ বাসস্ট্যান্ড হতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার সদরের মূল মূল সড়ক প্রদিক্ষন করে বাসস্ট্যান্ড একাত্তর মঞ্চে এসে শেষ হয় । পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আঃ লতিফ, নিউ মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ সামাদ, স্থানীয় আলেম মাওলানা খালিদ সাইফুল্লাহ, নবাবগঞ্জ মানবতায় ব্লাড ব্যাংকের পরিচালক আরিফুল হক প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ইসরায়েলের নৃংশসতার তীব্র প্রতিবাদ জানান এবং জনসাধারণকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান। সমাবেশ শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু‘র কুশপুত্তলিকা পোড়ান বিক্ষোভকারীরা। মিছিল ও সমাবেশে স্থানীয় আলেম ওলামা সহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করে।