1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

‘পরশু দিন ঘর দুয়ার ঝাড়িল রে। মোর ঘর দুয়ার পরিষ্কার করি মোক ছাড়ি চলি গেল রে। একপালা কাপড় চোপড় ধুয়ে দিছে। আল্লাহ রে! মোর সন্তানোক এমন করি নিয়ে গেলু কেন’।

মাটিতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন মা আলো বেগম। তাঁকে সান্ত্বনা দিতে আসা কেউই সন্তানহারা মাকে মাটি থেকে তুলতে পারছিলেন না। বাবা আনারুল ইসলামও নির্বাক। মেয়েকে হারিয়ে কথা বলতে পারছিলেন না তিনি।

মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এসএসসি পরীক্ষার্থী আফসানা আক্তার সিনহা (১৬)। চাচার সাথে মোটরসাইকেলে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চাচি ও চাচাতো ভাইও মারা গেছেন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন চাচা আশরাফুল ইসলাম।

আফসানা মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এবারের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কাউনিয়া মুফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন তিনি।

আহাজারি করতে করতে মা আলো বেগম বলেন, ‘হামার মেয়ে কোটে গেল। মোর বেটিক আনি দেও। আইজ শ্যাষ পরীক্ষা আছিল।মোর কলিজাক আল্লাহ তুলি নিল কেন।’

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে উত্তর মহেশা গ্রাম অসুস্থ শিশু সন্তানকে ডাক্তার দেখাতে স্ত্রীসহ কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাচ্ছিলেন আশারফুল ইসলাম। এ সময় এসএসসি পরীক্ষার্থী ভাতিজির পরীক্ষা কেন্দ্র পাশেই হওয়ায় তাকে মোটরসাইকেলে তুলে নেন আশরাফুল ইসলাম। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ অ্যাগ্রিকালচার এন্ড পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে রাস্তায় আকস্মিকভাবে একটি মাইক্রোবাস ব্রেক করে,বাসটির পিছনে আরেকটি থ্রি হুইলার মাহিন্দ্রা ব্রেক করে।
এ সময় মোটরসাইকেলের ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামদিকে পড়ে যান আশরাফুল। আর ডানদিকে রাস্তার উপর স্ত্রী,ভাতিজি ও ছেলে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদেরকে চাপা দিয়ে গেলে ঘটনাস্থলে মারা যায় তিনজন। নিহতরা হলেন-রুবি (৩৬), আফসানা আকতার সিনহা (১৬), রাহাত (২)। আহত হন আশরাফুল ইসলাম।
পরে স্থানীয়রা লাশগুলো উদ্ধার করে উত্তর মহেশা গ্রামে নিয়ে আসেন।

দুপুরে উত্তর মহেশা গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো গ্রামজুড়ে আর্তনাদ আর আহাজারি। বাড়ির উঠোনে রাখা হয়েছে তিনটি লাশ ও খাটিয়া। লাশের পাশে কান্নায় ভেঙ্গে পড়েছেন আশরাফুল ইসলাম। স্বজন আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। এমন মর্মান্তিক ঘটনা কেউই মেনে নিতে পারছেন না।

কাউনিয়া থানা পুলিশ নিহতদের লাশ নিতে তাদের বাসায় আসলে পরিবার ও স্থানীয়রা বাধা দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুরতহাল করতে চিকিৎসক সেখানে আসেন।

আগামীকাল সকালে মীরবাগ বাজারে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন স্থানীয়রা।

কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহানুর আলম বলেন, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ঘটনাস্থলে আনারুল ইসলামের মোটর সাইকেলের সামনে একটি মাইক্রোবাস ছিল। তখন তিনি মোটরসাইকেল ব্রেক করলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পরে। পরে একটি মিনিবাস তাঁদের পেছন দিক দিয়ে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা ঘাতক মিনি বাসটিকে অনেক চেষ্টা করছেন। এ ঘটনায় সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )