জুলাই সনদ ঘোষণাপত্র প্রদান ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে লালমনিরহাট জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর লালমনিরহাট জেলা শাখা।
সোমবার (২৩ জুন) দুপুরে জেলা শহরের কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিশন মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন আহ্বায়ক আশিকুর রহমান আশিক, সদস্য সচিব মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন আলম, সংগঠক বিপ্লব হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রতন। তারা বলেন, জুলাই সনদ আমাদের ভবিষ্যতের দিকনির্দেশনা। সকল আহত ও নিপীড়িত যোদ্ধার পুনর্বাসন, নিরাপত্তা, চিকিৎসা ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে গণহত্যা ও দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানের বিচার দাবি করেন এবং জনগণকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।