কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি নিহতপার্শ্ববর্তী চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার এলাকার শাহের আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে মুকুল মিয়া ধামশ্রেণি বড়াইবাড়ী এলাকায় নিজ জমিতে কয়েকটি ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। গাছগুলো কাটার শেষ পর্যায়ে অসাবধানতাবশত মুকুল মিয়া শরীরের ওপর একটি গাছ চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা তার মরদেহ চিলমারী উপজেলার রাণিগঞ্জ ইউনিয়নের ময়নার খামার এলাকায় নিজ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সরেজমিন তদন্ত করেছে।