1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

সৈয়দপুরে স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের কাপ-আপ প্রকল্পের স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রকল্পের সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিসে ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের যুগ্ম পরিচালক ও কাপ-আপ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান। কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ব্যবস্থাপক মো. আসাদুল্লাহর সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন কাপ-আপ প্রকল্পের ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম।

কর্মশালার আলোচনায় কাপ-আপ প্রকল্পের দাতা সংস্থার চুক্তির মেয়াদ শেষে প্রকল্পের প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম স্থানীয় অনুদানে চলমান রাখা, কেন্দ্র পরিচালনায় একটি নির্দিষ্ট পরিমাণ কমিউনিটি কন্ট্রিবিউশনের উৎস থেকে অর্থ সংগ্রহ ও শিখন কেন্দ্র পরিচালনার ওপর ধারণা প্রদান করেন। এ সময় কর্মশালায় অংশ গ্রহণকারীরাও প্রকল্পের স্থায়ীত্বকরণে গঠনমূলক প্রস্তাব ও পরামর্শ দেন। সৌদি আরবের কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত কর্মশালায় কাপ-আপ প্রকল্পের ১৪টি শিখন কেন্দ্র পরিচালনা কমিটি (সিএমসি) থেকে ২৫ জন সদস্য অংশ নেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে সংস্থার কাপ-আপ প্রকল্পের কো-অর্ডিনেটর (পরিবীক্ষণ ও মূল্যায়ন) শেখ শফিকুর রহমান, সৈয়দপুর ফিল্ড অফিসের মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটওয়ারী, টেকনিক্যাল অফিসার জয়নাল আবেদীন ও বিল্লাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালার আয়োজক সূত্রে জানা যায়, গত ২০২১ সাল থেকে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বস্তি এলাকায় ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশনের সেক্টরের কাপ-আপ প্রকল্পের মাধ্যমে শিখন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে শহরের ২৬টি শিখন কেন্দ্রে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে প্রাক প্রাথমিক, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এ শিখন কার্যক্রমে সৌদি আরবের কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অর্থায়ন করছে। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মেয়াদে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম স্থানীয় অনুদানে পরিচালনায় শিখন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের করণীয় অবহিতকরণ ও সহযোগিতার বিষয়ে এই কর্মশালা আয়োজন করা হয়েছে বলে জানান প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )