


কুড়িগ্রামের নাগেশ্বরীর গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙ্গন কবলিত এলাকাবাসী। শনিবার দুপুরে কচাকাটা ইউনিয়নের মধ্য ধনীরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, এ নদীর পূর্বতীরের ধনিরামপুর, মধ্য ধনিরামপুরসহ তিনটি ওয়ার্ডের দুই কিলোমিটার ব্যাপি ভাঙনে মুখে পড়ে। ইতোমধ্যে শতাধিক ঘরবাড়ি, হাজার হাজার বিঘা আবাদি জমি বিলীন হয়েছে।
ভাঙনের হুমকিতে আছে পল্লী বিদ্যুতের সাবমেরিন ক্যাবল পয়েন্ট, বসতভিটাসহ সদ্য নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। মানববন্ধনে বক্তব্য দেন কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ আল-আমীন, সাবেক চেয়ারম্যান হাসেম আলী সরকার, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ অনেকে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন বক্তারা।