


রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল দখল ও দূষণমুক্ত করার দাবিতে রংপুর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর অঞ্চল কমিটির নেতৃবৃন্দ। রবিবার জেলা প্রশাসক বরাবের স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহিদুল ইসলাম।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর অঞ্চলের আহ্বায়ক এডভোকেট শামীমা আক্তার শিরিন, রংপুর অঞ্চলের যুগ্ম আহ্বায়ক হাসনীন আখতার এ্যানি, সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু, সদস্য প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক আহসান হাবীব রবু, সারথী রানী সাহা, হুমায়ুন কবির মানিক, আসাদুজ্জামান আফজাল, মীর ইফতেখারুল হক পল্লব, মোছাঃ রহিমা খাতুন প্রমুখ।