1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ীদের সভা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ীদের সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলায় সার ও বালাইনাশক ব্যবসায়ীদের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
 কাউনিয়া উপজেলা খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ী সংগঠনের সভাপতি  মেনাজ উদ্দিনের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক  মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন   কাউনিয়া রেল বাজার  ব্যাবসায়ী মোঃ মিজানুর রহমান, ব্যাবসায়ী  মশিউর রহমান, মহির উদ্দিন জাহিদুল ইসলাম জসিম সহ আরো অনেকে।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা সার ও বালাইনাশক ব্যবসায়ীদের নানান সমস্যা, বাজার স্থিতিশীলতা, সরকার নির্ধারিত দামে বিক্রি এবং ভেজাল সার ও বালাইনাশক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, কৃষক যাতে ন্যায্যমূল্যে সঠিক মানের সার ও কীটনাশক পেতে পারেন, সে বিষয়ে সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন এলাকার সিনিয়র ব্যবসায়ী, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )