1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বসতি সহায়ক কমিটির সদস্যদের কম্বল বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

সৈয়দপুরে বসতি সহায়ক কমিটির সদস্যদের কম্বল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এ্যাসেনসিয়াল সার্ভিসেস ইন্টিগ্রেশন (ইএসআই) প্রকল্পের উদ্যোগে হাতিখানা বসতি সহায়ক কমিটির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর)  বিকেলে হাতিখানা বসতি সহায়ক কমিটি শহরের হাতিখানা ক্যাম্প সংলগ্ন মাছুয়াপাড়ায় ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ব্র্যাকের আল্ট্রা – পুওর গ্র্যাজুয়েশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নুর হাসান মোলাম।

এতে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের এ্যাসেনসিয়াল সার্ভিসেস ইন্টিগ্রেশন প্রকল্পের সিনিয়র অফিসার মো. রাকিবুল ইসলাম, এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার শাহিনুর আক্তার, আয়োজক সংগঠনের অর্থ সম্পাদক মোছা. বিন্দিয়া প্রমুখ। পরে সংস্থাটির কর্মকর্তারা সংগঠনের ৬৫ জন নারী সদস্যের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এছাড়া অন্যান্য এলাকায় তাদের আরও ৫৫ জন সদস্যকে শীতবস্ত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে কর্মকর্তারা হাতিখানা বসতি সহায়ক কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জীবনমান উন্নয়নের জন্য ব্র্যাকের ইএসআই প্রকল্প সেলাই, হস্তশিল্প, কুটির শিল্পসহ সব ধরনের প্রশিক্ষণের আয়োজন করবে। যাতে আপনারা নিজেরা স্বাবলম্বী হয়ে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন। তারা বলেন, সংগঠনের নিয়ম কানুন  মেনে চলতে পারলেই অদূর ভবিষ্যতে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। এজন্য ইএসআই আপনাদের পাশে সব সময় থাকবে।

শহরের হাতিখানা বসতি সহায়ক কমিটির সভাপতি নুর হাসান মোলাম বলেন, এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের এ্যাসেনসিয়াল সার্ভিসেস ইন্টিগ্রেশন প্রকল্পের মাধ্যমে ওই সংগঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানসহ সহজ শর্তে ক্ষুদ্র ঋনও প্রদান করা হবে। তাদের সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )