উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু মোঃ মনিরুজ্জামানের নির্দেশে উক্ত কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সজল সরকার ও আজমাইন মুশতারী। উক্ত কার্যক্রমে শত্রæ পোকার মধ্যে মাজরা পোকার মথ, বাদামি ঘাঁস ফরিং, সবুজ পাতা ফরিং, পাতা মোড়ানো পোকার মথ, যথাক্রমে ১%, ১%,২% ও ১০% পাওয়া গেছে। উপকারী পোকার মধ্যে রয়েছে বোলতা, মাকড়সা, ড্রগন ফ্লাই ইত্যাদি।
কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার বলেন, বর্তমানে ধানের কাইচ থোর স্তর, থোর স্তর ও কিছু কিছু ক্ষেত্রে উদগমন স্তরে আছে। এই পর্যায়ে ধানের প্রধান শত্রæ কারেন্ট পোকার জীবনচক্র চলমান থাকে। তাই কৃষকদের অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে। যেহেতু কারেন্ট পোকা তেমন পাওয়া যায় নি, তাই ভয়ের কোনো কিছু নাই।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু মোঃ মনিরুজ্জামান জানান, আমান ধান ক্ষেত পোকা মাকর মুক্ত রাখতে এই কার্যক্রম ব্লোক অনুযায়ী চলমান থাকবে।