1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রথম স্বামীর সঙ্গেই থাকি: সানাই | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

প্রথম স্বামীর সঙ্গেই থাকি: সানাই

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ জন দেখেছেন
প্রথম স্বামীর সঙ্গেই থাকি : সানাই
প্রথম স্বামীর সঙ্গেই থাকি : সানাই

আরও একবার সংবাদের শিরোনামে আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন তিনি। সানাইয়ের দাবি, সোহেল এফ খান (৪৫) নামের এক সুইডেন প্রবাসীকে বিয়ে করেছেন। তাদের বিয়ের দেনমোহর ১ কোটি ১ লাখ ১ টাকা ধার্য করা হয়েছে। 

যদিও সানাইয়ের পরিবারের দাবি, মেয়ের বিয়ের তথ্য তাদের কাছে নেই। সানাইয়ের মা মাকসুদা খাতুন মেরি বলেছেন, ‘নতুন করে কোনো বিয়ের বিষয় জানা নেই। এটা ভুল কথা আমার মেয়ে চাকরি করে। আর আমার জামাইয়ের চাকরি চলে গেছে এজন্য রাগ করে এগুলো বলতেছে। আমি টিচার মানুষ চাকরি শেষের পথে মিথ্যা বলবো না আমার জামাই একটু অলস। সানাই রাগ করে এগুলো লিখছে যাতে করে জামাই কাজ করে। তবে আমার জামাই খুব ভালো ছেলে, তবে ওর ব্রাক ব্যাংকের চাকরিটা হয়ত ফেরত পাবে। জামাইয়ের পরিবারের সবাই ভালো মানুষ।’

অন্যদিকে সানাইয়ের প্রথম স্বামী আবু সালেহ মুসা জানালেন, তার সঙ্গে এই মডেলের বিচ্ছেদই হয়নি। মুসার কথায়, ‘আমরা তো একসঙ্গে একই বাসায় আছি। সানাই চাকরি করছে। তার মশারি টাঙানো থেকে সব কাজ করে দেই। নতুন করে বিয়ের বিষয় কেমনে কি বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষ গুলোর ভাইরাল নেশা। এটাও হতে পারে তার কারো সাথে সম্পর্ক থাকতে পারে। ও যেখানে চাকরি করে সেখানে তো বিভিন্ন কাস্টমারের সঙ্গে কথা বলে। আগে এসব খোঁজ রাখতাম এখন রাখি না।’

 

তবে সানাইয়ের জোর দাবি, তিনি বিয়ে করেছেন। এমনকি প্রথম স্বামীর সঙ্গে ৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে বলেও জানালেন তিনি। এই মডেল বলেন, ‘পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনি বিস্তারিত জানানো সম্ভব হয়নি। জানুয়ারিতে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্নের পরে বিস্তারিত জানাবো। বিয়েতে দেনমোহর ছিল ১ কোটি ১ লাখ ১ টাকা। তবে এক টাকাও উসুল করা হয়নি। পুরোটাই বাকি। আর দেনমোহরের টাকার বিষয়টি আমি কোনো জোরাজোরিও করিনি পুরোটাই তার ইচ্ছেতেই হয়েছে। এক বছর হয়েছে আমাদের পরিচয়ের। পরিচয়ের পর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া ও বন্ধুত্ব তৈরি হয়েছে। একপর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আগের স্বামীর বিষয়ে তো আপনারা আগেই জেনেছেন। আমরা আলাদা হয়ে গেছি অনেকদিন আগে।’

 

ফের বিয়ে করেছেন সানাই, জানে না পরিবার

আপনার মা ও প্রথম স্বামী দাবি করছেন, আপনি এখনও প্রথম সংসারেই রয়েছেন— এমন প্রশ্নে সানাই বলেন, ‘আসলে আমার মা চান, আমি প্রথম স্বামীর সঙ্গেই থাকি। কিন্তু সে আমার জীবনটা নরকে পরিণত করেছে। আমি কয়েকমাস আগেই এক ফেসবুক লাইভে তার সঙ্গে সংসার না করার তথ্য জানিয়েছিলাম। আমরা একসঙ্গে নেই। আমি বর্তমানে ঢাকাতে রয়েছি, আর আমার পরিবার রংপুরে।’ সানাই বলেন, ‘আমি কয়েকদিনের মধ্যেই ফেসবুক লাইভে আসব। আমার দ্বিতীয় স্বামীকে সঙ্গে নিয়েই। খুব শিগগিরই কাবিননামার ছবিও প্রকাশ করব। তখনই সবাই পরিষ্কার হবেন, আমি সত্যি বলেছি কি না।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই। সানাইয়ের জন্ম ঢাকার ধানমন্ডিতে হলেও তার পৈত্রিক নিবাস নীলফামারীতে। পড়াশোনার জন্য তিনি বেশ কিছুদিন রংপুরে ছিলেন। তার বাবা-মা উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা। সানাই এখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। নাবিলা, স্মার্টেক্স, নাগরদোলা ইত্যাদি ফ্যাশন হাউজে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবেও কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )