অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, এই যুব সমাজকে রক্ষায় খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে।
উদ্ধোধনীয় খেলায় অংশ নেয় দাউদপুর একাডেমী নবাবঞ্জ খেলোয়ার স্পটিং ক্লাব ও সৈয়দপুর স্পটিং ক্লাব। খেলায় নবাবগঞ্জকে ১-০ গোলে সৈয়দপুর স্পোর্টিং ক্লাব পরাজিত করেন। আয়োজকরা জানান, খেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৮টি দল অংশ গ্রহন করবে।
এসময় অনুষ্ঠানে বিশেষ ছিলেন, খেলার প্রধান পৃষ্ঠপোষক, ক্রীড়া অনুরাগী, সমাজসেবক, পার্বতীপুর ব্যাটারী চালিত অটো বাইক ও ভ্যান শ্রমিক ইউনিয়নে সভাপতি মো: মিজানুর রহমান সিয়াম, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, মনন্মথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রবিউল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সরকার, মোস্তাফিজুর রহমান ও এমরান হোসেন প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী সরদার মোঃ হামিদুল ইসলাম।