1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজারের ইন্তেকাল | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজারের ইন্তেকাল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ জন দেখেছেন
সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজারের ইন্তেকাল
সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজারের ইন্তেকাল
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। রোববার রাত ৮টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ ও সংসদ সদস্য (এমপি)। তিনি ১৯৫৩ সালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জামগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মোস্তাফিজুর রহমান সেক্টর-৭ এর অধীন অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেন। তার রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে স্কুলজীবন থেকেই। তার মূলধারার রাজনীতিতে আসা হয় আওয়ামী লীগের মাধ্যমে। দলটি থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথমবারের মতো দিনাজপুর- ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি টানা ৩৭ বছর ধরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে এসেছেন। এর মধ্যে ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক, ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক এবং ২০১৪ সাল থেকে অদ্যাবধি তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে নেতৃত্বে ছিলেন।
গত রোবরার রাত ১০টায় ঢাকায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পার্বতীপুর পৌর স্টেডিয়াম মাঠে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১ টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। একই সাথে দুপুর সাড়ে ১২টায় তার নিজ গ্রাম ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রামের রুদ্ররানী ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )