মানববন্ধনে বক্তব্য দেন, প্রাথমিকের সহকারী শিক্ষক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম লিচু, তারিফুল ইসলাম, সাহিনা আক্তার, আব্দুল মালেক, রুমি জাহান, হারুন অর রশিদ তুহিন, শাহ জাহান, মহসিনা আকতার, আবু আসাদ বাবু প্রমুখ।
বক্তারা বলেন, মাসিক বেতন সংকুলান না হয়ে অনেক ক্ষেত্রে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা জীবন অতিবাহিত করছেন সহকারী শিক্ষকরা। যে বেতন ভাতা দেওয়া হয়, তা দিয়ে কখনো উন্নত জীবনমান সম্ভব নয়। এ কারণে মেধাবীরা প্রাথমিকে শিক্ষকতা পেশায় না এসে ছুটছেন অন্য পেশায়। তাঁরা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদ-। শিক্ষিত জাতি গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। সেই শিক্ষকরা যদি তৃতীয় শ্রেণির কর্মচারী হয়, তাহলে তাদের কাছে আদর্শ জাতি কিভাবে প্রত্যাশা করবেন। প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান তাঁরা।