1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

রৌমারীতে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪০৫ জন দেখেছেন
কুড়িগ্রামের রৌমারীতে দশম গ্রেড বাস্তাবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের উপজেলা পরিষদের গেটের সামনে এ মানববন্ধন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে অংশ নেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন, প্রাথমিকের সহকারী শিক্ষক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম লিচু, তারিফুল ইসলাম, সাহিনা আক্তার, আব্দুল মালেক, রুমি জাহান, হারুন অর রশিদ তুহিন, শাহ জাহান, মহসিনা আকতার, আবু আসাদ বাবু প্রমুখ।

বক্তারা বলেন, মাসিক বেতন সংকুলান না হয়ে অনেক ক্ষেত্রে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা জীবন অতিবাহিত করছেন সহকারী শিক্ষকরা। যে বেতন ভাতা দেওয়া হয়, তা দিয়ে কখনো উন্নত জীবনমান সম্ভব নয়। এ কারণে মেধাবীরা প্রাথমিকে শিক্ষকতা পেশায় না এসে ছুটছেন অন্য পেশায়। তাঁরা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদ-। শিক্ষিত জাতি গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। সেই শিক্ষকরা যদি তৃতীয় শ্রেণির কর্মচারী হয়, তাহলে তাদের কাছে আদর্শ জাতি কিভাবে প্রত্যাশা করবেন। প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )